Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

মহিলা বিষয়ক কর্মকর্তা

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

দেশের ৪১২টি উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস রয়েছে। এই কার্যালয়টি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত।

১ম পর্যায়ের ১৩৬টি কার্যালয়ে জনবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ১জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ২জন এবং ২য় পর্যায়ের ২৬০টি কার্যালয়ের জনবল উপজেলা কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ১জন। নিকার অনুমোদিত ১৬টি উপজেলার জনবল কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর   ১জন।

দপ্তর প্রধানের পদবীঃউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

কার্যক্রমঃ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো-ভিজিডি কর্মসূচী (দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলাদের মধ্যে ৩০কেজি চাল/গম বিতরণ),দরিদ্র মা’র জন্য ৩৫০/- মাতৃত্বকালীন ভাতা হারে বিতরণ, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিযোগ গ্রহণ ও মিমাংসাকরণ,স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা সৃষ্টির জন্য উঠান বৈঠক। দুঃস্থ ও দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেডে (সেলাই, ব্লক বাটিক, হাস-মুরগী পালন) প্রশিক্ষণ প্রদান, শিশু অধিকার পরিবীক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও পরিচালনা সর্বোপরি নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সচেতনতার জন্য বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করা হয়।

কি সেবা কিভাবে পাবেন

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীঃ-

 

১। দরিদ্র গর্ভবর্তী মাকে মাসিক ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকাহারে এ ভাতা প্রদান করা হয়। উপকারভোগী নির্বাচনের সময় উপকারভোগীকে অবশ্যই গর্ভবর্তী থাকতে হবে।

২। একজন উপকারভোগী প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকালে যে কোন একবার ২ বছর সময়কালের জন্য এ ভাতা পাবেন। তবে, প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ বছরের মধ্যে মারা গেলে তৃত্বীয় গভধারণকালে এ ভাতা প্রাপ্য হবেন।

৩। সরকার কর্তৃক নির্ধারিত এনজিও উপকারভোগীদের প্রজনন স্বাস্থ্যসহ জীবনযাপন মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।

 

ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচীঃ-

১। কর্মসূচীর আওতায় দরিদ্র ও দুঃস্থ নারীরা ২৪ মাস (একটি ভিজিডি চক্র) ধরে মাসিক ৩০ কেজি গম/চাল সহায়তা পায়।

২। খাদ্য সহায়তা প্রাপ্তির ২৪ মাসকালে ভিজিডি মহিলার অনুমোদন এনজিওদের মাধ্যমে জীবন দক্ষত  ও আয়বৃদ্ধিমূলক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পেয়ে থাকে।

৩। ১৮-৪০ বছর বয়স্ক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ, অন্য কোন কর্মসূচীর অন্তর্ভূক্ত নন- এসব শর্ত পূরণ দুঃস্থ মহিলাদের ও সহায়তা দেয়া হয়।

  

মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ-

১। এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া সাপেক্ষে ১৮-৫৫ বছর বয়স্ক নুন্যতম অক্ষরজ্ঞানসম্পন্ন ঋণ প্রার্থী  এককভাবে ঋণের আবেদন করবেন।

২। অন্য কোন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান থেকে ঋণপ্রাপ্ত বা এ কার্যক্রমের আওতায় ঋণ সুবিধা পাবেন না।

৩। ঋণ গ্রহীতারা সাধারণভাবে অনধিক দুই বছর মেয়াদের জন্য জামানত বিহীন ও এককালীন সর্বোচ্চ ১৫,০০০/- (পনের হাজার) টাকা পর্যন্ত ঋণ পাবেন।

৪। প্রদত্ত ঋণের টাকার উপর ৫% সার্ভিস চার্জ মেয়াদকালীন সময়ের মধ্যে ১০ কিস্তিতে পরিশোধ করতে হবে।

৫। একজন নিয়মিত ঋণ পরিশোধকারী সর্বোচ্চ তিন বারের বেশি এ সুবিধা পাবেন না।  

৬। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম।

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নিবন্ধন ও অনুদান বিতরণ কার্যক্রমঃ-

১। আর্থিক সঙ্গবিহীন কর্মক্ষম মহিলাদের আয়বর্ধকমূলক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ ও তাদের আন্তনির্ভরশীল করার লক্ষ্যে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সিমিতির মধ্যে অনুদান বিতরণ করা হয়।

২। মহিলা সমিতি গঠনের জন্য ন্যূনতম ৩৫ জন সদস্য থাকতে হবে। ।

৩। সমিতির কার্যক্রমের উপর ভিত্তি করে ক, খ, গ এই তিনটি শ্রেণীবিন্যাসের   মাধ্যমে সমিতিকে বাৎসরিক সাধারণ অনুদান প্রদান করা হয়।

মীরসরাইতে ১২টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রয়েছে।

 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ-

১.উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল বরাবরে আবেদন করলে এই সেল অভিযোগ নিষ্পত্তি করে।