দেশের ৪১২টি উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস রয়েছে। এই কার্যালয়টি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত।
১ম পর্যায়ের ১৩৬টি কার্যালয়ে জনবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ১জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ২জন এবং ২য় পর্যায়ের ২৬০টি কার্যালয়ের জনবল উপজেলা কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ১জন। নিকার অনুমোদিত ১৬টি উপজেলার জনবল কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন।
দপ্তর প্রধানের পদবীঃউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
কার্যক্রমঃ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো-ভিজিডি কর্মসূচী (দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলাদের মধ্যে ৩০কেজি চাল/গম বিতরণ),দরিদ্র মা’র জন্য ৩৫০/- মাতৃত্বকালীন ভাতা হারে বিতরণ, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিযোগ গ্রহণ ও মিমাংসাকরণ,স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা সৃষ্টির জন্য উঠান বৈঠক। দুঃস্থ ও দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেডে (সেলাই, ব্লক বাটিক, হাস-মুরগী পালন) প্রশিক্ষণ প্রদান, শিশু অধিকার পরিবীক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও পরিচালনা সর্বোপরি নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সচেতনতার জন্য বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করা হয়।
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীঃ-
১। দরিদ্র গর্ভবর্তী মাকে মাসিক ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকাহারে এ ভাতা প্রদান করা হয়। উপকারভোগী নির্বাচনের সময় উপকারভোগীকে অবশ্যই গর্ভবর্তী থাকতে হবে।
২। একজন উপকারভোগী প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকালে যে কোন একবার ২ বছর সময়কালের জন্য এ ভাতা পাবেন। তবে, প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ বছরের মধ্যে মারা গেলে তৃত্বীয় গভধারণকালে এ ভাতা প্রাপ্য হবেন।
৩। সরকার কর্তৃক নির্ধারিত এনজিও উপকারভোগীদের প্রজনন স্বাস্থ্যসহ জীবনযাপন মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।
ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচীঃ-
১। কর্মসূচীর আওতায় দরিদ্র ও দুঃস্থ নারীরা ২৪ মাস (একটি ভিজিডি চক্র) ধরে মাসিক ৩০ কেজি গম/চাল সহায়তা পায়।
২। খাদ্য সহায়তা প্রাপ্তির ২৪ মাসকালে ভিজিডি মহিলার অনুমোদন এনজিওদের মাধ্যমে জীবন দক্ষত ও আয়বৃদ্ধিমূলক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পেয়ে থাকে।
৩। ১৮-৪০ বছর বয়স্ক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ, অন্য কোন কর্মসূচীর অন্তর্ভূক্ত নন- এসব শর্ত পূরণ দুঃস্থ মহিলাদের ও সহায়তা দেয়া হয়।
মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ-
১। এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া সাপেক্ষে ১৮-৫৫ বছর বয়স্ক নুন্যতম অক্ষরজ্ঞানসম্পন্ন ঋণ প্রার্থী এককভাবে ঋণের আবেদন করবেন।
২। অন্য কোন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান থেকে ঋণপ্রাপ্ত বা এ কার্যক্রমের আওতায় ঋণ সুবিধা পাবেন না।
৩। ঋণ গ্রহীতারা সাধারণভাবে অনধিক দুই বছর মেয়াদের জন্য জামানত বিহীন ও এককালীন সর্বোচ্চ ১৫,০০০/- (পনের হাজার) টাকা পর্যন্ত ঋণ পাবেন।
৪। প্রদত্ত ঋণের টাকার উপর ৫% সার্ভিস চার্জ মেয়াদকালীন সময়ের মধ্যে ১০ কিস্তিতে পরিশোধ করতে হবে।
৫। একজন নিয়মিত ঋণ পরিশোধকারী সর্বোচ্চ তিন বারের বেশি এ সুবিধা পাবেন না।
৬। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম।
স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নিবন্ধন ও অনুদান বিতরণ কার্যক্রমঃ-
১। আর্থিক সঙ্গবিহীন কর্মক্ষম মহিলাদের আয়বর্ধকমূলক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ ও তাদের আন্তনির্ভরশীল করার লক্ষ্যে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সিমিতির মধ্যে অনুদান বিতরণ করা হয়।
২। মহিলা সমিতি গঠনের জন্য ন্যূনতম ৩৫ জন সদস্য থাকতে হবে। ।
৩। সমিতির কার্যক্রমের উপর ভিত্তি করে ক, খ, গ এই তিনটি শ্রেণীবিন্যাসের মাধ্যমে সমিতিকে বাৎসরিক সাধারণ অনুদান প্রদান করা হয়।
মীরসরাইতে ১২টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ-
১.উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল বরাবরে আবেদন করলে এই সেল অভিযোগ নিষ্পত্তি করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS